Redmi 10A শাওমির সস্তা ফোন

redmi 10a

Redmi 10A শাওমির সস্তা ফোন

সম্প্রতি শাওমি বাজারে এনেছে তাদের Xiaomi Redmi 10A মডেলের ফোনটি । স্বল্প দামে রেডমি সিরিজের একটি ফোন ।

ফোনটিতে থাকছে ৬.৫৩ ইঞ্চির আইপিএস এলসিডি ফুল এইচডি ডিসপ্লে । ৭২০×১৬০০ পিক্সেলের ফোনটি মুভি দেখার উপযোগী একটি ফোন । Redmi 10A ফোনে পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর । এতে অনেকটাই স্বস্তি দিবে । তাছাড়া ৬০ হার্জের (Hz) রিফ্রেশ রেট তো থাকছেই ।

Redmi 10A

ফোনে সামনে-পিছনে মিলিয়ে তিনটি ক্যামেরা আছে । পিছনের মেইন (প্রধান) ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল সাথে আরেকটি 2 Megapixel এর Depth Camera রয়েছে । ছবিতে প্রাকৃতিক Blur করার ক্ষেত্রে Depth camera ভূমিকা রাখবে । আবার সেলফির জন্য রয়েছে 5 Megapixel Camera ।

Redmi 10A তৈরি করা হয়েছে Mediatek Helio G25 চিপসেট ব্যবহার করে । 2.2GHz CPU নিয়ে এই প্রসেসর কাজ করবে । 5000mAh এর ব্যাটারি থাকবে Redmi 10A ফোনটিতে । চার্জ করানোর জন্য 10W এর একটি চার্জারও থাকবে ।

Redmi 10A মার্কেটে তিনটি কালারে পাওয়া যাচ্ছে । কালার তিনটি হলো Graphite Gray, Chrome Silver and Sky Blue । 2+32GB ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা আর 4+64GB ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা ।

Redmi K60E To Launch With Dimensity 8200 SoC

Share

Comment

Related
Latest