বাংলাদেশে আসছে Realme 9 4G
রিয়েলমি তাদের 9 সিরিজের ফোনগুলো আগেই মার্কেটে লঞ্চ করেছে । বাংলাদেশে Realme 9i আগেই চলে এসেছে । সাথে Realme 9 Pro মডেলটিও । এবার রিয়েলমি আনতে যাছে তাদের Realme 9 4G মডেলের ফোনটি ।
আজ (১০ই মে) রিয়েলমি তাদের বাংলাদেশি অফিসিয়াল ফেসবুক পেজে নতুন একটি ফোন লঞ্চ করার কথা বলেছে । এতে ১০৮ মেগাপিক্সেলের HM6 ক্যামেরা সেন্সর থাকার কথা বলা হয়েছে ।

HM6 ক্যামেরা সেন্সর যুক্ত ফোন Realme 9 এর ৪জি ভ্যারিয়েন্টটি । তাই নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশি মার্কেটে রিয়েলমি শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে Realme 9 4G মডেলের ফোনটি ।
Realme 9 4G
Realme 9 4G তে থাকছে ৬.৪ ইঞ্চির Super Amoled ডিসপ্লে । সাথে ডিসপ্লে প্রটেকশনের জন্য থাকছে Gorilla Glass 5 প্রোটেকশন । ১৭৮ গ্রাম ওজনের ফোনটি তিনটি কালারে বাজারে পাওয়া যাবে । Snapdragon 680 চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে । ব্যাকে থাকবে তিনটি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর । তাছাড়া ফ্রন্টে থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ।
Realme 9 4G তে 5000mAh ব্যাটারি থাকবে সাথে ৩৩ ওয়াটের চার্জার । রিয়েলমির মতে ১০০% চার্জ হতে সময় নিবে ৭৫ মিনিট । তাছাড়া চার্জার পোর্ট হিসেবে থাকবে Type-C চার্জার পোর্ট । যার জন্য এত সল্প সময়ে চার্জ করা সম্ভব হবে ।
Realme 10 Pro Series Launched Globally In India