Poco C40 ফোনের জগতে নতুন চমক

মার্কেটে আসতে চলেছে Poco C40 । বরাবরের মতো শাওমি তাদের অবস্থান ঠিক না রেখে এবার নতুন চমক দেখাবে ।
যদিও শাওমির কাছে সবাই স্ন্যাপড্রাগন আর মিডিয়াটেকের উন্নতমানের চিপসেট আশা করে । কিন্তু শাওমি এখানে অবাক করে দিতে চলেছে । Poco C40 ফোনে চাইনিজ ব্র্যান্ড জেএলকিউ (JLQ) এর চিপসেট (জেএলকিউ ২০১৮ সাল থেকে চিপসেট বানানো শুরু করে ) ব্যবহার করতে চলেছে । এখানে চাইনিজ সরকারের নিজেদের চিপসেট ব্যবহারের যেই প্রণোদনা ঘোষনা করেছিল তা যে শাওমি গ্রহণ করেছে তা স্পষ্টতই প্রকাশ পায় ।

Poco C40 JLQ


গ্লোবাল ফোন কোম্পানি হিসেবে শাওমিই প্রথম JLQ কোম্পানির JR510 মডেলের চিপসেটটি ব্যবহার করতে যাচ্ছে । এর আগে Treswave নামের একটি ফোন কোম্পানি জেএলকিউ এর চিপসেট ব্যবহার করেছে ।
Poco C40 তে আরও চমক হিসেবে থাকছে MIUI GO ইউজার ইন্টারফেস (UI) । যা স্টক এন্ড্রয়েড এ চলবে । Android Go system এর উপর চলবে এই ইউআই । MIUI GO ডিজাইন করা হয়েছে এন্ট্রি লেভেলের ফোনের জন্য ।
আশা করা যাচ্ছে শীগ্রই ফোনটির অফিশিয়াল রিলিজ ডেট প্রকাশ করা হবে ।

Poco M5 Series Arrived With Price